শিরোনাম
◈ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ওড়না ঠিক করে পরতে বলায় গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: চরমোনাই পীর ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার ◈ বাজারে প্রবাহ বাড়ায় ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে ◈ উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী: রুহুল কবির রিজভী ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে ◈ ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল ◈ ওয়ানডে থেকে বিদায় নেয়ায় মিরপুরে মুশফিক ‘গার্ড অব অনার’ পেলেন  ◈ সাবেক গভর্নর আতিউরসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা হ্রাস করল জাতিসংঘ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু

শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনি ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই।জনগণের ভোটে নির্বাচিত সরকার হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের বিষয়ে আমির খসরুর কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে- এমন মনোভাব শেখ হাসিনার স্বৈরাচারকে মনে করিয়ে দেয়।

এর আগে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে।

আমির খসরু বলেন, বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। মানুষ শিল্প কারখানা দিতে পারছে না।আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে, সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে।

এ সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি এবং সমাজের নীতি-নৈতিকতা ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়