শিরোনাম
◈ রাসুলুল্লাহ (সা.) রমজানের চাঁদ দেখলে যে দোয়া পড়তেন  ◈ দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার ◈ ভেঙে গেল ১২ দলীয় জোট ◈ রোববার ২৫ ক্যাডারের কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি ◈ জাতীয় নাগরিক পার্টি ‘সেকেন্ড রিপাবলিক’ বলতে কী বোঝাতে চাইছে, কতটা সম্ভব হবে? ◈ রমজানে মেট্রোরেলে পানি বহন করা যাবে ◈ আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না: ফারুকী ◈ উলফা ক্যাম্প নিয়ে ভারতীয় সংবাদপত্রের খবর ভুয়া ও ভিত্তিহীন: প্রেস উইং ◈ রাজশাহী নগরীতে অদ্ভুত ব্যবসা, মাসে আয় এক লাখ ৭৫ হাজার টাকা ◈ রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যাবে তত আমাদের জন্য মঙ্গল: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

তরুণদের নতুন দল, কীভাবে দেখছেন রাজনীতিবিদরা

মহসিন কবির: গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদরা। তবে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কেউ কেউ সংশয় ব্যক্ত করেছেন। 

নতুন দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে বৃহস্পতিবার বর্ধিত সভার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সব নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণমাধ্যমেকে বলেছেন, ‘নতুন দল যারা গঠন করছেন, তাদের আদর্শ-উদ্দেশ্য, লক্ষ্য এবং গতি-প্রকৃতি সম্পর্কে কিছুই জানি না। তারা কী পুঁজিবাদ না-কি সমাজতন্ত্রের পক্ষে? শোষক না-কি মেহনতি শ্রমজীবী মানুষের পক্ষে? এগুলোর কিছুই তারা পরিস্কার করেননি। আগামীদিনে তাদের পথচলার মধ্য দিয়ে স্পষ্ট হবে তারা কোন ধরনের রাজনীতি করতে চান। তারপরও আমি মনে করি, প্রতিটি নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে। এই বিবেচনা ও রাজনীতির মানুষ হিসেবে আমি এটাকে স্বাগত জানাই।’

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের স্টেকহোল্ডার হচ্ছেন দেশের সম্মানিত নাগরিকরা। তাদের চাহিদা, তাদের অধিকার, চিন্তা ও দর্শনকে কে বেশি লালন করে সেটা দেখার সুযোগ তখন হবে যখন যত বেশি দল হবে। তখন জনগণের চিন্তা রাজ্যে বাছাই করার সুযোগ তত বেশি হবে। ফলে আমরা মনে করি রাজনীতিতে যদি আরও দুটি দল হয়, সেটিকে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবে নেব।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য ও মর্যাদা- এ জিনিসগুলো সামনে আসলে ভালো হয়। ছাত্রদের আরও দুজন প্রতিনিধি সরকারে আছে। তারা কি এ দলের সঙ্গী কিনা, সেগুলো স্পষ্ট না করলে বিতর্ক থেকে যাবে।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানাই। তারা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সেখানে যাবো। একইসঙ্গে তারা ইতিবাচক রাজনীতি করবেন বলেও আমরা প্রত্যাশা করছি।

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর আরেক সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, তারা যদি রাজনীতি করতে চান, তাহলে সেটা প্রকাশ্য হতে এতদিন লাগলো কেন, সেটা আমি বুঝতে পারি না। তাছাড়া তারা তো একটা নয়, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল গঠন এবং আগের নাগরিক কমিটিকে বহাল রাখার মাধ্যমে একইসঙ্গে তিনটা সংগঠন গঠনের কথা বলছেন। আমরা যেভাবে ট্রাডিশনালি রাজনৈতিক দল গঠন করি, এটা তার সঙ্গে ঠিক যাচ্ছে না। তারপরও বলবো- আমি যেকোনো রাজনৈতিক উদ্যোগের পক্ষে। যত বেশি মানুষ রাজনীতি করবেন, ততই দেশের মঙ্গল। কিন্তু সেই রাজনীতিটা যেন ইতিবাচক হয়, সেটাই আশা করবো।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেছেন, আমি আশা করব, নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের বা দলের স্বার্থ রক্ষাকারী হয়ে উঠবে না। ২৪ এর গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্র করে, অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়