শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল

বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাদেরও পালিয়ে যাবার খবর পাওয়া যায়। তবে এবার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো লংকাকাণ্ড চলছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় গাড়ি যোগে সীমান্ত পারি দিচ্ছেন সাদ্দাম হোসেন ও তার সাথে থাকা একজন। গাড়ির চালক সুযোগ বুঝে গোপনে ভিডিওটি ধারণ করেছেন। নিষিদ্ধ এই সংগঠনের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন জনসম্মুখে আন্দোলনরত ছাত্রদের দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন কয়েক দফা। প্রকাশ্যে দিনের বেলায় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাতেও দেখা যায় বর্তমানে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের নেতা-কর্মীদের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন তিনি নেত্রকোণা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তবে এই ভাইরাল হওয়া ভিডিওটি যে সাদ্দাম হোসেনের নয় তা নিশ্চিত করেছেন ভিডিও ধারণকারী সেই গাড়ি চালক। মোঃ মাইনুদ্দিন হোসেন নামের সেই গাড়ি চালক বলেন, ‘আমি সাদ্দম হোসেন ভেবে সন্দেহ থেকেই গোপনে ভিডিওটি ধারণ করি। শিওর হবার জন্য কয়েকজনকে দেখাই। অনেকেই বলে এটি সাদ্দম হোসেন আবার কেউ কেউ বলেন এটি সাদ্দম নন। এদের মধ্যেই একজন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করেন এটা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।’

তবে এই গাড়ি চালক জোর গলায় নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা ব্যক্তিটি সাদ্দাম হোসেন নন। হাসিনা গত বছরের ৫ আগষ্ট ভারতে পালিয়ে যাবার পরই জানা যায় সাদ্দমও পালিয়েছেন। তবে তিনি কোথাও আছেন তা এখনো জানা সম্ভব হয়নি। মাঝেমধ্যেই তাকে দেখা যায় বিভিন্ন টকশোতে কথা বলতে।  হাসিনার বিরুদ্ধে কোন আওয়াজ তুললেই এই ক্যাডার বাহিনীর সদস্যদের লেলিয়ে দিতেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়