শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠান ঘিরে

মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অভিষেক অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলটি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি।

দলটির নেতাকর্মীরা বলছেন আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রায় ৫ লক্ষ লোকের সমাগম হবে আগামীকালের সমাবেশে। ব্যাপকভাবে নেয়া হচ্ছে প্রস্তুতিও। এদিন সন্ধ্যা থেকে শুরু হয় স্টেইজ নির্মাণের কাজ। শুক্রবার বিধি মেনে সড়কের একটি লেনের যানচলাচল বন্ধ করে স্থাপন করা হবে মঞ্চ। এ সময় চলচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে দলটির বিপুল সংখ্যক সেচ্ছাসেবী। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশবক্স স্থাপনের কাজও শেষের দিকে। পাশাপাশি মেয়েদের জন্য ব্যাক স্টেজে বসার বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ২২টি শর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। জনভোগান্তির কথা বিবেচনায় রেখে প্রথম কর্মসূচিটি সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি গ্রহণ করতে কমতি রাখছে না বাক বদলের কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে আসা দলটি।  ্উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়