শিরোনাম
◈ বাংলাদেশের পেস বোলার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ◈ সাবেক শিবির, বাম ও অন্য দলের কর্মী নিয়ে কীভাবে ঐক্য ধরে রাখবে জাতীয় নাগরিক পার্টি? ◈ একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি ◈ শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে ভ.য়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও) ◈ ৮ নির্দেশনা নির্বাচন ভবনে প্রবেশে ◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠান ঘিরে

মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অভিষেক অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলটি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি।

দলটির নেতাকর্মীরা বলছেন আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রায় ৫ লক্ষ লোকের সমাগম হবে আগামীকালের সমাবেশে। ব্যাপকভাবে নেয়া হচ্ছে প্রস্তুতিও। এদিন সন্ধ্যা থেকে শুরু হয় স্টেইজ নির্মাণের কাজ। শুক্রবার বিধি মেনে সড়কের একটি লেনের যানচলাচল বন্ধ করে স্থাপন করা হবে মঞ্চ। এ সময় চলচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে দলটির বিপুল সংখ্যক সেচ্ছাসেবী। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশবক্স স্থাপনের কাজও শেষের দিকে। পাশাপাশি মেয়েদের জন্য ব্যাক স্টেজে বসার বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ২২টি শর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। জনভোগান্তির কথা বিবেচনায় রেখে প্রথম কর্মসূচিটি সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি গ্রহণ করতে কমতি রাখছে না বাক বদলের কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে আসা দলটি।  ্উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়