মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ‘বিশেষ বর্ধিত সভা’ কাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে বর্ধিত সভা চলবে রাত পর্যন্ত। ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রায় সাড়ে ৪ হাজার নেতা অংশ নেবেন। এমনটিই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাংবাদিকদের সাথে বলেন, বিশেষ বর্ধিত সভাটি গুরুত্বপূর্ণ সভা। কারণ দেশের সর্বশেষ পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কী ভাবছেন, বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে। তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের কথা বলবেন। তার নিরিখে তৃণমূলকে সাংগঠনিক ও রাজনৈতিক নির্দেশনা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সভা থেকে বিশেষ বার্তা দিবেন তারেক রহমান এটাই আলোচনা চলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ ভবনের এলডি হলে আগত নেতাদের কথায় প্রতিধ্বনিত হচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা তাকিয়ে আছেন কি বিশেষ নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সভার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বলেও মনে করছেন দলের নেতাকর্মীরা।
দিনব্যাপী সভায় জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সব নেতা ও সদস্য উপস্থিত থাকবেন।
এছাড়া সব জেলা ও মহানগরীর সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, মহানগর ও জেলাধীন সব থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও এ সভায় অংশ নেবেন।
ইতোমধ্যে বর্ধিত সভা সফল করতে দলের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয়েছে। সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, আলহাজ্ব জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, প্রফেসর মোর্শেদ হাসান খান, রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু ও আমিনুল হক।
ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হাবিব-উন-নবী খান সোহেল ও সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া কমিটির আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চিকিৎসাসেবা কমিটির আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, বিএনপি সবশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ওই সভায় সভাপতিত্ব করেন। তবে ১৯৯৭ সালের পর কাল বৃহস্পতিবারই হতে যাচ্ছে বৃহৎ পরিসরে বিশেষ বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হল ও মাঠে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।