শিরোনাম
◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান ◈ দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি? ◈ ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপন করা হবে : প্রধান উপদেষ্টা ◈ ‘দেশে প্রতিবছর ১ লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব’

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির 

দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার বিকেলে তারা এ সংবাদ সম্মেলন করবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমানের (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। রোববার সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ।

বিক্ষোভ মিছিলে আজিজুর রহমান আজাদ বলেন, ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ। অথচ প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচারব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক ধর্ষণের ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেন, রোজা ভঙ্গ করিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিছিলে থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ শেষে নেতারা সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়