শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯ 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

ছাত্রদের নতুন দলই নিয়ে ব্যাপক জল্পনা, সম্ভব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, ঘোষণা শিগগিরই 

মহসিন কবির: বৈষম্যবিরোধী ছাত্রদের দল গঠন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে। জল্পনা উসকে নতুন দলের ঘোষণা করতে যাচ্ছে ছাত্ররা। কেউ কেউ বলছেন ছাত্রদের একাংশ দল গঠন করতে যাচ্ছে। যার প্রধান হচ্ছেন অন্তর্বর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে কোথায় বসে ঘোষণা করতে তা এখনো ঠিক হয়নি। তবে বিএনপি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন সরকারে থেকে দল গঠন করলে মেনে নেবে না। 

শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

জানা গেছে,  দু’একদিনের মধ্যে ‘স্টুডেন্ট ফার্স্ট’ বাংলাদেশ ফার্স্ট' প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে হবে।

সংগঠনটির নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি' রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আলাদাভাবে ২৫১ সদস্যের কমিটি প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে নতুন ছাত্রসংগঠনটির ঘেষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতৃত্বে কারা কারা আসবেন সেটি নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছে। পাশাপাশি সংগঠনের নাম এখনো চূড়ান্ত হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী একাধিক ছাত্রনেতার সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই ছাত্রসংগঠনের চারটি শীর্ষ পদ থাকবে। পদ চারটি হলো- আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক।

আরো জানা গেছে,  নতুন দলটিতে প্রবেশের বয়সের বাধ্যবাধকতা থাকছে। কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়সসীমা ২৮ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ভর্তি থেকে সাত বছর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। এছাড়াও চাঁদার ভিত্তিতে সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

জানা গেছে, আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পদে আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আবদুল কাদেরের নাম আলোচনায় রয়েছে। আবু বাকের মজুমদার ২০১৯-২০ এবং আবদুল কাদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান ও আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। জাহিদ আহসান ও তাহমিদ আল মুদ্দাসসির দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহির আলমের নাম আলোচনায় রয়েছে।

কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে শিক্ষার্থী জাহিদ আহসান ও তাহমিদ আল মুদ্দাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল আমিন সরকারসহ বেশ কয়েকজন আলোচনায় আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব আল ইসলাম।

এছাড়াও সংগঠনটির মুখপাত্র পদে নারী শিক্ষার্থীদের এগিয়ে রাখা হবে বলেও জানা যায়। এই পদে কেন্দ্রীয় কমিটিতে আশরেফা খাতুন ও রাফিয়া রেহনুমা হৃদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় রাফিয়া রেহনুমা হৃদির নাম আলোচনায় রয়েছে। আশরেফা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ, রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম আমার দেশকে বলেন, মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ, সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার জায়গা থেকে নতুন ছাত্র সংগঠনটি রাজনীতি করবে। ইতোমধ্যে এটি নিয়ে কাজ চলছে। আগামী দু’একদিনের মধ্যে কমিটি প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, নতুন ছাত্র সংগঠনটি আদর্শিক ও সাংস্কৃতিক কট্টরপন্থী অবস্থানকে দূরে ঠেলে মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করবে। এছাড়াও নারীদের জন্য 'কমফোর্ট পলিটিক্সে'র ব্যবস্থা রাখা হবে।

বয়সসীমা নিয়ে তিনি বলেন, ঢাবি কমিটিতে ভর্তির পর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত এবং কেন্দ্রীয় কমিটিতে ২৮ বছর পর্যন্ত থাকতে হবে। ইতোমধ্যে মূল চারটি পদে নেতৃত্ব বাছাই চলছে। ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত গণমাধ্যমকে বলেছেন, নতুন সংগঠনটির ঘোষণাপত্র লেখার কাজ প্রায় শেষ হয়েছে। ঘোষণাপত্রে রাজনীতি কেন জরুরি সেই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও নতুন নেতৃত্বে নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখপাত্র পদে নারীদের অগ্রাধিকার থাকছে৷

তিনি আরো বলেছেন, নতুন কমিটির নাম গুছানোর কাজ এখনো চলমান রয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বে আবু বাকের মজুমদার ও ঢাবি শাখার নেতৃত্বে আবদুল কাদের প্রায় নিশ্চিত হয়েছে। নাম চূড়ান্ত হলে অতিদ্রুত আত্মপ্রকাশ কবে নাগাদ হতে পারে তা জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়