শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিভ পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম।  আমার কথা রাখলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে। বিশ্বের প্রতিটি স্বৈরশাসকের এভাবেই পতন হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না, ইসলাম ধর্ম অনুযায়ী, যারা আমাদের সাহায্য-সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে বেশি গুঁতাগুঁতি করলে ভালো হবে না।

দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোর অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন মন্তব্য করে তাদের সাবধান হতে বলেন কর্নেল (অব.) অলি।

লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, দক্ষিণ জেলা এলডিপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়