শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে অনাগত সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হাজারো ভারতীয় অভিবাসীরা ◈ গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা ◈ নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত-সারজিসসহ অন্যরা ◈ দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা! ◈ এবার মেটা থেকে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ◈ আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল ◈ পাঠ্যপুস্তকের মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন ভারতের অংশ, বাংলাদেশকে আপত্তি জানাল চীন ◈ খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে শক্ত আছেন ◈  উসমান দেম্বেলের জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জয় ◈ চিটাগং কিংস চুক্তি অনুযায়ী আমার সঙ্গে কাজ করেনি,  লিগ্যাল নোটিশের জবাবে ইয়েশা সাগর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে শক্ত আছেন

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে আজ বুধবার সকালে  জানান বিএনপির প্রেস উইং এর সদস্য শাইরুল কবির খান। 

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় ডাক্তারদের তত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারিরীক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন। 

ডা. জাহিদ আরও বলেন, বাসায় উনার পূত্রবধু ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানষিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে বেটার আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থান মধ্যে আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়