শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারী সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম  : বিএনপির স্হায়ী কমিটির অন্যতম  সদস্য  মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে,কিন্ত বনে জংগলে ডেভিল না খুঁজে সরকারী দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন।সরকারী সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা  করছে।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবীর সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যইতো দেড় যূগ ধরে আন্দোলন করেছে,কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবী নয়।

তিনি স্হানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন,আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্হানীয় নির্বাচন দিতে। তাঁরা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্হানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে।এটা অশূভ চক্রান্ত। 

তবে গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষকে স্বাগত জানিয়ে তিনি বলেন,সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।

১১ ফেব্রুয়ারি,মঙ্গলবার বিকালে কমলাপূরস্হ  বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্হনে ঢাকা মহানগর দক্ষিণের মূগদা থানা বিএনপি আয়োজিত "রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি " শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 নগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটির সন্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্হাপন ও বিশ্লেষণ করেছেন জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব নগর নেতা শামছুল হূদা,ইউনূস মৃধা , যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন,লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু,বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন,ফরহাদ হোসেন সহ বিএনপি ও  অংগসংগঠনের নেতৃবৃন্দ। 

মজনু বলেন , ভবিষ্যতে  ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা  বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়া।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যে কোন মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়