শিরোনাম

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত এখনো সাড়া দেয়নি হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি বলে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।

আইনপ্রণেতা ড. জন ব্রিটাসের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসার আগে সংঘটিত অপরাধের অভিযোগে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিল।

ব্রিটাস জানতে চান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করেছে কি না, যদি করে থাকে তার কারণ কী এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'আমরা ভারতকে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছি। তাকে [হাসিনা] বিচারিক প্রক্রিয়ার জন্য ফিরিয়ে আনতে চাই।'

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, 'আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।'

জুলাই-আগস্টের বিদ্রোহের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১০০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পলায়ন করেন আওয়ামী লীগের প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়