শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম (ভিডিও)

বিএনপিকে সতর্ক করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ নিমকহারামি পছন্দ করে না। এজন্য সতর্ক হোন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এ কথা বলেন তিনি। শহরের পুরাতন কোর্ট এলাকার শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন হয়।

বিএনপিকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না।

সম্প্রতি বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন। রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি। এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই। এর মধ্যে সব অবদান ভুলে গেছেন?

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, শুধু নির্বাচন আর নির্বাচন। আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই। কিন্তু নির্বাচন কবে দেবেন, কালকেই? আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে? অবাধ-নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে? লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

ফয়জুল করীম বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন হবে না। মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না। আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই।

নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় ‘বিএনপির তাণ্ডব ও জমি দখলে’র শিরোনাম উল্লেখ করে তিনি বলেন, এই কারণে রক্ত দিয়েছিলাম? এই কারণে আবু সাইদ, মুগ্ধরা জীবন দিয়েছিলেন? থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়। এই মিথ্যা পাহাড়ের জন্য আন্দোলন করেছিলাম? এ জন্য কেউ আন্দোলন করেনি।

জামায়াত ইসলামী প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন চলে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন দেশ ও মানবতার জন্য ঐক্য করতে রাজি। জামায়াতের আমির চরমোনাই গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয়। বরিশালে উনার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে সৌজন্য সাক্ষাতের জন্য চরমোনাই গিয়েছিলেন। যেহেতু তিনি একজন মেহমান, আমরা সেই হিসেবে শ্রদ্ধা-সম্মান ও আতিথেয়তা যতটুকু করার সেটার চেষ্টা করেছি। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। সেখানে সাংবাদিকদের পক্ষে আমাদের আমির বলেছেন, ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। ইসলামের পক্ষে বাক্স দিলে সবাই ভোট দেবে আমরা বিশ্বাস করি।

বিএনপি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে জানি না। বিএনপির ইদানিং বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই। তারা আমাদেরও ফ্যাসিস্টদের সহযোগী ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই, আওয়ামী লীগের বিতর্কিত জাতীয় কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে কখনো এক মনে করি না।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়