শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রথমবার প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? যা জানা গেল (ভিডিও)

ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়, তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করে। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয়, এবং এটি শেখ হাসিনার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডিও।

পরে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লেরিজ নামক হোটেল ছিল।

এছাড়া, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই, এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয়, বরং এটি ২০২২ সালে লন্ডনে ধারণ করা পুরোনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।

সূত্র: রিউমার স্ক্যানার

  • সর্বশেষ
  • জনপ্রিয়