শিরোনাম
◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রা, বিদায় জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি ◈ এবার মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান ◈ চীনের তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩, আহত অন্তত ৬২ জন ◈ ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি ◈ দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক ◈ ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান ◈ ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ আলোচনায় বসছে ◈ নাজমুল আবেদীন ফাহিমের ভেতর অনেক লোভ-লালসা: সুজন ◈ রশিদের ৭ উইকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সিরিজ জয় ◈ রাজধানী পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার নেপথ্যে বারবার সারজিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে : নুর (ভিডিও)

কেন্দ্রীয় শহিদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন। এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলমের জড়িত থাকার অভিযোগ উঠে। 

হামলার প্রতিবাদে রোববার গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। দলটির মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান সভাপতি নুরুল হক নুর। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।

সমাবেশে নুর বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।’

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝেন না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করব।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘তারা আমাদের এখানে এসেছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে। আমরা তাদের বলেছি, মামলা হয়েছে; আমাদের কাজ চলমান। আসামিদের গ্রেফতার করতে আমাদের ন্যূনতম একটা সময় দিতে হবে। তারা চারজনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। দ্রুতই আসামিদের গ্রেফতার করব।’

প্রসঙ্গত, গতকাল শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

এ হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জড়িত বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম জড়িত। হামলাকারীরা এক সময় যুবদল করলেও বর্তমানে সারজিসের সঙ্গে সম্পৃক্ত। সারজিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি।’

খোমেনি ইহসানের এমন অভিযোগের পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও এ বিষয়ে সারজিসের কাছে ব্যাখ্যা চেয়েছেন। যদিও সারজিস এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়