শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিচ্ছেন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি!

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:৫২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না : ব্যারিস্টার তাসমিয়া প্রধান

ডেস্ক রিপোর্ট : জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগপা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে, বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতার লোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে সেই শেখ মুজিব, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আর বাংলার মাটিতে দেখতে চাই না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, প্রশাসনের প্রতিটিস্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ অর্থাৎ এই বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব।

আজ শনিবার (৪ জানুয়ারি-২৫) বিকালে জাতীয় প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।

প্রধান বক্তার বক্তব্যে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ইতিহাস স্বাক্ষী ৫২, ৬৯, ৭১, ৯০  এবং ২০২৪  প্রমাণ করেছে দেশের দুর্যোগে ছাত্ররাই আমাদের পথ দেখায়। অতএব ছাত্রদের চিন্তাধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সাথে সমন্বয় করেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিজম মেনে নেওয়া হবে না। একই সাথে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ত রক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়