শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র : আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা, নিরাপত্তায় ৫০০ পুলিশ

মাসুদ আলম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ ঘিরে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের জমায়েত হতে পারে। তাদের নিরাপত্তায় থাকবে ৫০০ পুলিশ সদস্য।

আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারে কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আব্দুল হান্নান মাসুদ।

পুলিশের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমাদের প্রোগ্রামকেন্দ্রিক উনারা (পুলিশ) ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করবেন। পাশাপাশি আমরা বলেছি, ৭টার মধ্যে চেষ্টা করব ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য। সাড়ে ৫টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব।’

গণজমায়েতের বিষয়ে তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কে কোথা থেকে কীভাবে আসবে, কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করি, দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে।’

আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামী বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে। এর মধ্যে দিয়ে অবসান হবে বস্তা পঁচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের।

নতুন বছর উদ্‌যাপন এবং ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যেকোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়