শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচন অতীতের যে কোন সময়ের চেয়ে কঠিন হবে: তারেক রহমান 

তারেক রহমান 

মনিরুল ইসলাম: আগামী নির্বাচন অতীতের যে কোন সময়ের চেয়ে কঠিন হবে জানিয়ে দলের নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি'র নেতাকর্মীদের ওপর জনগণের যে আস্থা, বিশ্বাস রয়েছে তা যে-কোন মূল্যে ধরে রাখতে হবে। আস্থা নষ্ট হয় এমন কোন কর্মকান্ডে লিপ্ত হওয়া যাবে না।

তিনি বলেন, একজন রাজনৈতিক নেতাকর্মীর সবচেয়ে বড়ো সফলতা হচ্ছে, মানুষের বিশ্বাস অর্জন করা। তিনি বলেন,  আমরা জনগণের সর্মথন নিয়ে স্বৈরাচার সরকার-কে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু  স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারাও বসে নেই। কাজেই বিএনপির সকল নেতাকর্মীকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।

 তিনি বলেন, অনেকে ভাবতে পারেন আগামীর নির্বাচন সহজ হবে!  কিন্তু না, আগামীর নির্বাচন অতন্ত্য কঠিন হবে। তাই,  জনগণের সমর্থন, আস্থা, বিশ্বাস নিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে হবে। বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায় নি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের শরীরের বিভিন্ন অংশ রয়েগেছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতএব তাদের প্রতি সকলকে সজাগ থাকে হবে। 

তারেক রহমান আরও  বলেন, নিশি রাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি। যে কোন মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে। গাজীপুরে অনুষ্ঠিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" জনসম্পৃক্তি বিভাগীয় এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়