মনিরুল ইসলাম: বাংলাদেশস্থ চীন রাষ্ট্রদূত সঙ্গে আজ রোববার বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আবদুল মঈন খান এক বৈঠকে মিলিত হন।
জানা যায়, দেশের ভবিষৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপি’র অবশ্যম্ভাবী ভূমিকা বিবেচনায় চীন-বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।
বৈঠকে, স্বাধীন বাংলাদেশের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নেতৃত্বে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অতীত বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা হয়।
আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দু দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :