শিরোনাম
◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল ◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৫১ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রতিবন্ধীরা একা নন, একসঙ্গে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই : তারেক রহমান 

তারেক রহমান 

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  বলেছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য আলাদা অধিদপ্তর গঠন করা হবে।

তিনি বলেন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণসমূহ তৈরির কারখানা স্থাপন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যন্ত খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্টের মাধ্যমে প্যারা অলিম্পিকের সহায়তা করা হবে। 

 শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডির আরডিইসি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই ঘোষণা দেন। তিনি লন্ডন থেকে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

তারেক রহমান  বলেন, শারীরিক সীমাবদ্ধতার শিকারসহ সব নাগরিককে সঙ্গে নিয়েই ‘আগামীর নতুন বাংলাদেশ’ গড়ে তোলা হবে। 

 তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ তাঁর সীমাবদ্ধতা জয় করে নিজের স্বপ্নপূরণের সুযোগ পাবেন। একজন রাজনীতিক হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে, এর জন্য বহুমুখী উদ্যোগ নিয়ে জীবনযুদ্ধে বিজয়ের অজস্র গল্প সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে মতবিনিময়  আলোচনায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিকপ্রতিবন্ধী ও অটিস্টিকরা ২০১৩ সালের প্রতিবন্ধী সুরক্ষা আইনের সংশোধনসহ তাঁদের কষ্টের কথাগুলো তুলে ধরেন।

 তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা একা নন। একসঙ্গে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই। ইচ্ছা রাখি, যেখানে প্রত্যেক মানুষ তাঁর পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন ইনশা আল্লাহ।

তিনি  বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি হলো, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আসুন, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক এবং উদারতান্ত্রিক সমাজ নির্মাণ।’

প্রতিবন্ধীদের সাফল্য হিসেবে পটুয়াখালী একজন বাক্‌প্রতিবন্ধী, মৌলভীবাজারে একজন দৃষ্টিপ্রতিবন্ধী এবং কুমিল্লার একজন চলার শক্তিহীন প্রতিবন্ধীর কাজ করে অর্থ উপার্জনের চারটি গল্প তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তাঁদের গল্প আমাদের শিখিয়েছে, বাধা শুধু একটি শব্দ, যা চেষ্টার মাধ্যমে জয় করা সম্ভব। আমাদের দায়িত্ব, তাঁদের লড়াইকে সম্মান জানানো, তাঁদের পাশে দাঁড়ানো।

মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবন্ধীদের বক্তব্য শুনে বলেন, আজ এখানে এসে আমার কাছে নতুন জগৎ উন্মোচিত হয়েছে।  আমরা আপনাদের সহযাত্রী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) সাধারণ সম্পাদক সালমা মাহবুব ও ইফতেখার মাহবুব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়