শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচিগুলো হলো- 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও সারাদেশ কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে আগামীকাল ১৩ ডিসেম্বর রাজধানীর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে।  

১৪ ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। 

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি: 

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচলা সভা অনুষ্ঠিত হবে। 

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ‘সবার আগে বাংলাদেশ’র উদ্যোগে মানিক মিয়া এভিনিউ কনসার্ট অনুষ্ঠিত হবে। বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপারসন ও কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে।  

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা স্থানীয় সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়