শিরোনাম
◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে! (ভিডিও)

সাকা চেীধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী বলেন, শেখ হাসিনার প্রিয় ডায়লগ  আপনারা অনেকবার শুনেছেন।,স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বুঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ দৈনিক দুইবার করে শুনতে হতো।  নাটকে চোখের পানি দেখতে হতো।  চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেক বার দেখেছি। চিনে ফেলেছি তাকে, বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে ঘুম খুন এই আদেশগুলো দিত।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

হুম্মান কাদের আরও বলেন, আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান আগামীর বাংলাদেশ কি রকম হবে। আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ বারবার বলছে। অবৈধভাবে বাংলাদেশীরা ভারতে ঢুকে পড়েছে এবং তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে। তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মার শান্তি পাবে না।

তিনি আরও বলেন, আপনাদের থেকে বেশি সময় নেব না। খালি এতোটুকু বলে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।

গত ১৬ বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানে আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব তখন লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। উৎস: জনকণ্ঠ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়