শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মনিরুল ইসলাম: বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তবর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতিবিরোধী।

তিনি বলেছেন, ‘আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। উনি কি উদ্দেশ্যে এটা বলেছেন, আমি জানি না।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। আলোচনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।

লন্ডন থেকে স্বস্ত্রীক দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান। ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন।স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান।

বিমান বন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, নেতাকর্মীদের ধৈয্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।মামলা শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, সংস্কার নয় নির্বাচন কে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব  দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।বাংলাদেশে যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং-।

‘লন্ডন সফর ফলোপ্রসু’

হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের গণমাধ্যমের সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আমি যে উদ্দে্শ্যে লন্ডনে গিয়েছিলাম.. ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে… তাদের সভায় যো্গ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলোপ্রসু হয়েছে।

‘তারেক রহমানের বার্তা’

তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনে্ছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার(দেশবাসী) ধের্য্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে… এই বিজয়কে ফলোপ্রসু ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধরয্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যুনতম যেসব সংস্কার জরুরী তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়