শিরোনাম
◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৮ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা (ভিডিও)

মনিরুল ইসলাম: দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাইকমিশনে স্মারকলিপি দেন নেতারা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

এদিন সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে প্রতিবাদী যৌথ পদযাত্রা ও ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়া কর্মসূচি উপলক্ষে ঢল নামে।

 শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারত সরকারকে সতর্কবার্তা দেয়া হলো জানিয়ে তিন সংগঠনের নেতারা বলেন, অবস্থান পরিবর্তন না করলে ভারতবিরোধী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
 
ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে তারা বলছেন, ভারত উসকানি দিয়ে যতই অস্থির করার চেষ্টা করবে, বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে।
 
 কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, সাম্প্রদায়িক ইস্যুতে ভারত সবসময়ই আগ্রাসী ছিল বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতে তুলনায় অনেক বেশি। এ দেশের মুসলমানরা সংযম দেখিয়েছে। তবে ভারতের হিন্দুরা সংযম দেখায়নি।
 
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন,  প্রতিবাদ লিপিতে আমরা উল্লেখ করেছি, বাংলাদেশের সহকারী হাইকমিশনের সম্পদ বিনষ্ট করা হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে, এগুলো ভবিষ্যতে বন্ধ হতে হবে। ভারতের অবন্ধুসুলভ ব্যবহার বন্ধ করতে হবে।

ভারত বাণিজ্যবৈষম্য সৃষ্টি করেছে। পানি ছেড়ে দিয়ে বন্যার পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতা কারও দয়ার নয়, জীবন ত্যাগ ও যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে’, যোগ করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ভারতীয় হাইকমিশনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা সৌহার্দ্যপূর্ণভাবে স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তারা আশা রাখছেন, এ রকম ঘটনা পুনরাবৃত্তি হবে না।
 
নয়পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল শান্তিনগর মালিবাগ হয়ে রামপুর এসে পুলিশের অনুরোধে শেষ করা হয় পদযাত্রা। পরে ছয় সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যান ভারতীয় হাইকমিশনে। 

এদিকে, আজ রোববার বেলা সাড়ে ১১টার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতাকর্মী এসেছে। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা। পরে মিছিলটি মৌচাক- রামপুরা- বাড্ডা হয়ে ভারতের দূতাবাস অভিমুখে রওনা দেয়।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পদযাত্রায় উপস্থিত আছেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়