শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে: তারেক রহমান

তারেক রহমান

মনিরুল ইসলাম: ‘বিভিন্ন শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে পর্যায়ক্রম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারব।’

আজ শনিবার ফরিদপুর বিভাগীয় বিএনপির দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারীদের ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘পলায়ন করা স্বৈরাচার সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকত, তাহলে ফরিদপুর থেকে ২ হাজার কোটি টাকা পাচার হতো না।’

সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বর যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি প্রতিটি পর্যায়ে জবাবদিহি থাকতে হবে।

বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলেই ঘরে বসে থাকলে সে আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং প্রথম শর্ত হচ্ছে, জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে এবং চলতে হবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এ পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।

দেশ সংস্কারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত দু-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তাঁরা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে।’

আয়োজনে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়