শিরোনাম
◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের ‘দ্বিবা স্বপ্ন’ দেখছে : জাহিদ হোসেন

মনিরুল ইসলাম  : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের ‘দ্বিবা স্বপ্ন’ দেখছে। 

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না। এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র।এই বাংলাদেশকে ধ্বংস করে দেয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেয়ার চেষ্টা করে।এই চিকেন নেক দখল করে নেবে।”

তিনি বলেন, আরে ভাই দখলের দিন শেষ। বুঝতে হবে… এতো বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে… ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত থাকার পরে দখলে স্বপ্ন দেখেন… সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। ৩৬ কোটি হাত প্রতিরোধ করবে। সংস্কার-আধিপত্যবাদী-সম্প্রসারনবাদী যেকোনো উদ্যোগকে এই সরকারই শুধু নয়, এদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে… যেকোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য শেষ রক্ত বিন্দু দিয়েও চেষ্টা করবে।

অধ্যাপক জাহিদ বলেন, আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি এইটুকুই না।আমাদের মনে রাখতে হবে যে, ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। কোনো অবস্থাতে ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব টাইমস নামক সংগঠনের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই সমাবেশ হয়। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি।

‘সরকার পরিবর্তনে তাদের গ্রাত্রদাহ’

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ আগের পররাষ্ট্র মন্ত্রী মোমেন সাহেব দিল্লীতে গিয়ে  বলেছিলেন, আমাদেরকে আরেকটু ক্ষমতায় রাখেন… জনগনকে বলেন না… জনগনের ভোটে তারা বিশ্বাস করে না। সেজন্যই ‘১৪, ‘১৮ ও ’২৪ এ নির্বাচন কি হয়েছে দেশের মানুষ দেখেছে… মানুষ ভোট কেন্দ্রে যায়না। এখন যখন পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েছে এখন তাদের গাত্রদাহ।

তিনি বলেন, তারা আমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারে বানিজ্য করে, আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে… আমাদের দেশের মানুষের যখন পানি দরকার তখন পানি বাঁধ বেধে দেয়। তারা পানি দেয় না।

‘বাংলাদেশের বিরুদ্ধে ওরা এক হয়েছে’

জাহিদ বলেন,  যখন তারা(ভারত) দেখেছে তাদের সেই আজ্ঞাবহ সরকার নেই, পালিয়ে গেছে। এখন দেখেছে, বাংলাদেশের ব্যবসা-বানিজ্য আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না। সব কিছুর সাথে জড়িত বাংলাদেশের অর্থনীতিকে ধবংস করে দেয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার।

ভয়েস অব টাইমসের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিনের নায়েবে আমীর হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়