শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মসূচিতে ছাত্রলীগের অনুপ্রবেশ, ছাত্রদল নেতাদের শোকজ

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা যায়, তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বুধবার ছাত্রদলের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের অনুপ্রবেশ ঘটে। পরে মিছিলের সময় ছাত্রলীগের কর্মীরা তাদের দলীয় স্লোগান দেয়। কর্মসূচি থেকে জেলা ও কেন্দ্রীয় নেতারা ফেরার পথে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জেলা (উ.) ছাত্রদলের দপ্তর সম্পাদক আল আদিন সরকার লিমন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব সাদ্দাম হোসেনকে একদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এতে জেলা (উ.) ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের কাছে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়।

এ ব্যাপারে জেলা (উ.) ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ জানান, আমাদের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন কর্মসূচি চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় রায়হান নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ায় রায়হানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়