ডেস্ক রিপোর্ট : বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ৫ আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে নেই, এখনো বিরোধী দলেই আছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল বুধবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠমো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তারেক রহমান বলেন, কেউ যদি মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম, তারা মাঠে নেই বা মাঠে দুর্বল, আল্লাহর ওয়াস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকত বা থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, আগামী নির্বাচন তারচেয়েও কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করুন। এ ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, উপড়ে আসতে হয় তবে আমাদের ধৈর্য্যের পরিচয় দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের সুপারিশ বিএনপি গ্রহণ করবে কিনা: অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার জানতে চান- বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথমেই ছিল ‘সংবিধান সংস্কার কমিশন গঠন করা।’ তবে অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন কমিশন গঠন করেছেন এবং সংবিধান সংস্কার কমিটি করেছে। সেই কমিটির সুপারিশ যদি বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হয় সেই ক্ষেত্রে কি করা হবে? বা এই সরকারের যে সুপারিশ; সেটা বিএনপি গ্রহণ করবে কিনা! করলেও কতটুকু করবে? এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘দেশ এবং দেশের মানুষের জন্যই বিএনপি ৩১ দফা দিয়েছে। প্রথমে যখন শুধু বিএনপির পক্ষ থেকে ছিল তখন ২৭ দফা; পরবর্তীতে যে দলগুলো ছিল সবার সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা দেওয়া হয়েছে। তাই মনে করি না, এর বাইরে কোনোকিছু আছে। এরপরও যদি বেটার কোনো দফা আসে; কোনো একটা দফার ক্ষেত্রে বেটার কোনো কিছু ঘটে এবং যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থে সামঞ্জস্যপূর্ণ আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব।
সুত্র : ইত্তেফাক
আপনার মতামত লিখুন :