শিরোনাম
◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য সফরে রওনা দিলেন মির্জা ফখরুল, সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজধানীল হয়রত শাহজালাল বিমান বন্দর ছাড়েন ফখরুল। বিএনপির মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান  জানান, লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করবেন।   

 এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি।
 
তিনি আরও বলেন, ‘ আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবো। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।’
 
দুই সাপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিব দেশে ফেরার কথা রয়েছে।
 
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীবালীন সরকার ক্ষমতাসীন, যাকে বিএনপিসহ সব বিরোধীদল সমর্থন দিচ্ছে। নতুন সরকার গঠনের পর দেশের বিদ্যমান পরিস্থিতিসহ আগামী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতির মধ্যে লন্ডনে বিএনপি মহাসচিবের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

দলের একাধিক সিনিয়র নেতা জানান, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর মির্জা ফখরুলের দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়