মনিরুল ইসলাম : দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি। সেই সাথে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়া আহ্বান জানিয়েছেন তাঁরা।
তিনি বলেন, আমাদের আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেন।
তিনি বলেন, আমরা চট্রগ্রামসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা এ অবস্থায় জাতীয় ঐক্যের কথা বলেছি। সকল আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সাথে বসে কিভাবে জাতীয় ঐক্যের ভিত্তিতে পতিত সরকারের দোসরদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তার কথা বলেছি।
মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদ ভেঙ্গে স্বৈরাচারী ফ্যাসিষ্টদের সহযোগী চেয়ারম্যানদের বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছি।
তিনি বলেন, টিসিবির কাযত্রুম বাড়ানোর কথা বলেছি। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিতে বলেছি।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ওপর জোর দিয়েছি। আমাদের কথাশুনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
এক ঘণ্টার বেশি চলা বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এখন বিভাজনের সময় না। সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বলেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা। ওই বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ। বৈঠকের বিষয় নিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন।
এদিকে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপির জাতীয় ঐক্যের আহবানের বিষয়ে একমত পোষন করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :