শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও)

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।

রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকায় বীর মুক্তযোদ্ধা শাহজাহান ওমরের বাড়ি ‘মেহজাবিনে’ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা। তখন তিনি বাসায় ছিলেন না। এর ১৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বরিশাল থেকে রাজাপুর যাওয়ার সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় শাহজাহান ওমরের গাড়ি বহরে হামলা করে জনতা।

এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শাহজাহান ওমর নিজে বাদি হয়ে মামলা দিতে গেলে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ।

দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই সেলিম রেজা জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান ওমর রাজাপুরে আসবেন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে তার বাসভবনে হামলা করে কয়েকটি জানালার গ্লাস ভেঙে ফেলে। রাতে তিনি বরিশাল শহরেই ছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে শাহজাহান ওমর ঝালকাঠির রাজাপুরে প্রবেশ করার জন্য উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছলে তার গাড়িতে ‘অতর্কিত’ হামলা চালানো হয়।

এ সময় শাহজাহান ওমরের গাড়ি ভেঙে ফেলা হয় এবং তিনি আহত হন। আহত অবস্থায় সাংগর গ্রামের পৈতৃক বাড়িতে অবস্থান নেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এরপর শাহজাহান ওমর গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের আগে শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকের বলেন, “আমি সাংগর গ্রামের পৈতৃক বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য যাচ্ছিলাম। পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে। আমিও আহত হয়েছি।

“ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ বলছে, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।”

মামলার বিষয়ে জানতে চাইলে জেলাার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১২টায় কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মীরবহর কাঠালিয়া থানায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে শাহজাহান ওমরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়