শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১০:২১ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে: তারেক রহমান

মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ নামকরণ করবে। 

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ  কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনের সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারাদেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে।  এই মানুষগুলোর নাম যাতে হারিয়ে যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায় হোক, জেলা পর্যায় হোক, বিভাগ পর্যায় হোক, ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।

তিনি বলেন, এখানে আমরা আজকে ১০জন মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও সামাজিকভা্বে বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে জন্ম অবস্থায় হোক অথবা বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কেউ যদি পঙ্গু হয়ে থাকেন সেই পরিবারের ওপরে এটি বেশ বোঝা হয়ে যায়।

তিনি বলেন, আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা…. এসব মানুষকে সুস্থ করতে ব্যবস্থা করা। বিএনপি আগামীতে সরকতার গঠন করলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র দেশে সে যে পরিবারের সদস্য হোক… স্বচ্ছল ও অস্বচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যেসকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে।

এজন্য দেশের অর্থনৈতিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানান তারেক রহমান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।

বিএনপি পরিবার নামে সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দলের সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত চেয়ারম্যানে পক্ষে থেকে হুইল চেয়ার পঙ্গুদের প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়