শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয়

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্টে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে দাবি করেন যে মাহফুজ অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি বিস্তারিত ওই ইউটিউব ভিডিওতে জানতে পারবেন বলেও উল্লেখ করেছেন।

‘চেতনা’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘ইউনূসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত’ শিরোনামের ওই ভিডিওতে দেখা যায়, সেখানে ২০১৯ সালে হিযবুত তাহরীরের নেতা হিসেবে আব্দুল্লাহ আল মাহফুজ নামের এক ব্যক্তির আটকের প্রতিবেদন দেখানো হয়েছে এবং নামের মিলের কারণে আটক আব্দুল্লাহ আল মাহফুজকে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ঘটনা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রিউমর স্ক্যানার ইতোমধ্যেই এই দাবি ভুয়া হিসেবে চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রকাশ করেছে। অর্থাৎ, সজীব ওয়াজেদ জয় এমন একটি তথ্য প্রচার করেছেন, যা ইতোমধ্যে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।

‘২০১৯ সালে গ্রেপ্তার হিযবুত তাহরীরের মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ একই ব্যক্তি নন’ শিরোনামে গত ৪ নভেম্বর প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনে রিউমর স্ক্যানার এই দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে। রিউমর স্ক্যানার জানায়, ২০১৯ সালে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। দুই মাহফুজের ছবি, জেলা, বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায়, তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।

এর পূর্বে গত অক্টোবরের শুরুর দিকে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একই গুজব প্রচার করেন। তিনি তার পোস্টে ২০১৯ সালের এক সংবাদমাধ্যমে প্রচার হওয়া একটি সংবাদের লিংক দেন। রিউমর স্ক্যানার উক্ত প্রতিবেদনটি যাচাই করে দেখতে পায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের নেতা আব্দুল্লাহ আল মাহফুজকে ২০১৯ সালে চট্টগ্রামের একটি আদালত সন্ত্রাসবাদের অভিযোগে আট দিনের রিমান্ড দেয়ার সংবাদ এটি। এই প্রতিবেদনে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহফুজের কোনো ছবি বা বিশদ পরিচয় উল্লেখ করা হয়নি। তবে সে সময়ে অন্যান্য গণমাধ্যমে হিযবুত তাহরীরের নেতা মাহফুজের ছবি পাওয়া যায়, যার সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের চেহারার কোনো মিলই নেই। এ থেকে নিশ্চিত হওয়া যায় দুইজন ভিন্ন ব্যক্তি। 

তসলিমা নাসরিন পরে তার ভুল বুঝতে পেরে পোস্টটি কয়েক দফায় সম্পাদনা করার পর এক পর্যায়ে পোস্ট থেকে সংবাদ প্রতিবেদনটি সরিয়ে নেন।

প্রসঙ্গত, উপদেষ্টা মাহফুজ আলম গত ১৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেন, তিনি হিযবুত তাহরীর কিংবা যেকোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর আদর্শের বিপরীতে আগেও ছিলেন এবং এখনও আছেন।

সুতরাং, ইউটিউবের একটি চ্যানেলের ভুয়া ভিডিওর বরাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ২০১৯ সালে হিযবুত তাহরীরের নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষক যে দাবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়