শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিঝিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল!(ভিডিও)

রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার (১০ নভেম্বর) বিকেলে ব্যানার নিয়ে অল্পসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

নূর হোসেন দিবসে উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। অপরদিকে তাদের প্রতিহত করতে সকাল থেকেই পুরো গুলিস্তান এলাকা দখল করে রেখেছিল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীলা। এর মাঝে সারাদিন জিরো পয়েন্টের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন।
 
তবে ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই ব্যানার গুছিয়ে নিয়ে তারা সটকে পড়েন।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় তারা নূর হোসেন চত্বরে পৌঁছাতে পারেননি। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
 
তবে এই ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়