শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১১:২৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি, দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি আগের মতোই চলে, নাগরিকদের সেবা দিতে আন্তরিক না হয়, সমস্যার সমাধান করতে না পারে, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে  কক্সবাজারের উখিয়ায় এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার উখিয়া কোটবাজারে এবি পার্টি গণসমাবেশটির আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিবর্তন ও সংস্কার। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্তি ও বংশপূজার রাজনীতির পতন হয়েছে। নতুন রাজনীতির কেন্দ্রবিন্দু হতে হবে নাগরিকদের সেবা ও অধিকার নিশ্চিত করা।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি উন্নত, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবি পার্টি।

গণসমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার কোটি টাকার মাদক, ইয়াবা, ফেনসিডিল আসা এখনো বন্ধ হয়নি।

এবি পার্টির সহকারী সদস্যসচিব সাংবাদিক শামসুল হক শারেকের সভাপতিত্বে  ও উখিয়া উপজেলা সদস্যসচিব জাহেদুল করিমের পরিচালনায় গণসমাবেশে কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা শফিউল আলম, আইনজীবী সানি আবদুল হক ও আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি শাহাবুদ্দিন, উখিয়া উপজেলা আহ্বায়ক সৈয়দ হোসাইন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল হাকিম খান, বখতিয়ার আহমদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়