শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন 

জনগণের সমর্থন আদায় করতে তাদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৬ নভেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ৩ দিন আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।

এই দলের নেতৃত্ব তারা পরিচালিত হতে চায়। যে কারণে আপনারা নেতাকর্মীদের বলুন, তারা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। সব অপকর্ম থেকে দূরে থাকেন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘দলীয় চেয়ারপাসন বলেছেন, নেতাকর্মীরা যেন মনে না করেন; তারা ক্ষমতায় এসে গেছেন।

কারো ওপর জুলুম-নির্যাতন করতে বারণ করবেন। রবং মানুষকে ভালোবেসে বিএনপির নেতাকর্মীরা যেন মানুষের পাশে থেকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে বটে; কিন্তু এখনো ঝামেলার সম্ভাবনা আছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সর্বদা সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, জনগণই সব। তাদের মন জয় করাই আমাদের কাজ। তাহলেই নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছতে পারব।’ উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়