শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:৫৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণতন্ত্রকে আঘাত করবার এবং নষ্ট করার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম  :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, 
 সবাই সজাগ ও সতর্ক থাকবেন। সংগঠনকে আরও দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। গণতন্ত্রকে আঘাত করবার এবং নষ্ট করার চক্রান্ত চলছে। বিএনপি’র বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের উদ্যোগে ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্ট হাসিনা (শেখ হাসিনা) চলে গেছেন। সবাই বলে পালাইছে।  শেখ হাসিনা কতো বড় বড় কথা বললেন। হাজার হাজার ছেলে-মেয়েদের হত্যা করলেন। আমাদের শিশু ও মায়েদের হত্যা করেছেন। 

তিনি বলেন, যে দানব বুকে চেপে বসেছিল, তাকে সরানো সম্ভব হয়েছে। আমরা মুক্ত হয়েছি। কিন্তু এখন আবার আমাদের আরও সংকটময় পরিস্থিতির মধ্যদিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে। আমরা যারা আন্দোলন করেছি, সবাই মিলে একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছি। যেটার দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তানকে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। আমরা আশায় আছি, তারা অতি শিগগির যে সংস্কারগুলো করা দরকার, সেগুলো অতিদ্রুত সংস্কার করে তারা একটা নির্বাচন দেবেন। নির্বাচনের কথা আমরা বার বার কেনো বলি, কারণ আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সবচেয়ে শ্রেষ্ঠ সরকার।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। ১৬ বছরে এই গোটা দেশ ও জাতির ওপর নির্মমভাবে অত্যাচার করেছে। নির্মমভাবে দমন করেছে। আমাদের ৬০ লাখের উপরে পুরুষ ও মহিলাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আজকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে তাদের (আওয়ামী লীগ) আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি। আমরা ১৬ বছর ধরে সংগ্রাম ও লড়াই করেছি। অসংখ্য মানুষ আমাদের জেলে গেছে। 

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়