শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাইলে গণবিপ্লবের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে জাতীয় পার্টির প্রতিহিংসামূলক বক্তব্যের জেরে রংপুরে ফুঁসে ওঠেছে দলটির নেতাকর্মীরা। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

একই সঙ্গে আগামী ৮ নভেম্বর গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কোনো রকম সহিংসতা করার চেষ্টা করলে জাতীয় পার্টিকে কঠোর হাতে প্রতিহতের ঘোষণাও দেয়া হয়।

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল থেকে গণঅধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কটূূক্তিমূলক স্লোগান দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 একই সঙ্গে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না বলেন, ঢাকায় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে টিকতে না পেরে নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন দিয়ে গণঅধিকার পরিষদের ওপর দায় চাপিয়েছে জাতীয় পার্টি। গণঅধিকার পরিষদ এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই সম্পৃক্তত নয়। এটি সম্পূর্ণ একটি অজুহাত মাত্র।

তিনি বলেন আগামী ৮ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে জাতীয় পার্টি যদি কোনো রকম সহিংসতা করা চেষ্টা করে তাহলে সাধারণ জনগণকে ও সচেতন রাজনীতিবিদদের সাথে নিয়ে তাদের সেই দাঁতভাঙ্গা জবাব দেবে গণঅধিকার পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়