শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসকনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা করে পদ হারালেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি ফিরোজ খানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দলটির চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোহাম্মদ আজম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি পত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ফিরোজ খান ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফিরোজ খানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ এদিকে এ বিষয়ে জানতে ফিরোজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের পর নগরীর নিউমার্কেট চত্বরে একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে দেয়া হয়। গত ২৫শে অক্টোবর লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউমার্কেটের ওই পতাকার উপর গেরুয়া রংয়ের আরেকটি পতাকা টাঙিয়ে দেয়া হয়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের সমালোচনা হয়। 

এই ঘটনার জেরে বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপি নেতা মো. ফিরোজ খান। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ থেকে গতকাল ৬৪ জেলায় সমাবেশ ও সোমবারের মধ্যে মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেয়া হয়। 

 

সুত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়