শিরোনাম
◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ্ব শেষে দেশে ফিরছেন সিলেট বিএনপির শতাধিক নেতাকর্মী  

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী সরকারেরে পতনের দাবিতে দীর্ঘ ১৬ বছর দেশে যেমন আন্দোলন হয়েছে- তেমনি হয়েছে প্রবাসেও বিএনপি নেতাকর্মীদের বড় ভূমিকা রয়েছে।  শেখ হাসিনা প্রবাসে গেলেই একেবারে বিমানববন্দর থেকে শুরু করে সকল জায়গায় হাসিনা বিরোধী বিএনপির প্রবাসী নেতাকর্মীরা আন্দোলন ছড়িয়ে দিতেন তারা। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাজ্য থাকা সিলেট ও হবিগঞ্জ জেলার নেতাকর্মীরা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য অবস্থান করেই দীর্ঘ দেড় যুগ দল পরিচালনা করেছেন। আর যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করেন সিলেট ও হবিগঞ্জ জেলার লোকজন। যেসব দেশে হাসিনা বিরোধী আন্দোলনে শরীক নেতাকর্মীরা গেল প্রায় ১৬ বছর থেকে তারা দেশে আসতে পারতেন না। দীর্ঘ এই সময়ে অসংখ্য নেতাকর্মী দেশে থাকা তাদের পরিবার-পরিজন হারিয়েছেন। জন্মদাতা মা-বাবার শেষ বিদায়ের সময়ও বিদায় জানাতে পারেননি অনেকে। 

আওয়ামী লীগ সরকার বিরোধী এমন জোরাল অবস্থানের কারণে এতোদিন দেশে আসতে পারেননি এসব প্রবাসী বিএনপি নেতারা।  তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশে আসতে শুরু করেছেন তারা। জানা গেছে. গত ১৮ অক্টোবর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কওসর আহমদ ও সহ সাধারণ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী নেতৃত্বে শতাধিক যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এক যোগাযোগে ওমরা হজ্ব পালন শেষে তারা আজ সৌদি এয়ার ফ্লাইটে বাংলাদেশে আসবেন। ঢাকায় যুক্তরাজ্য বিএনপির নেতারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে স্বাক্ষাত এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তার সিলেটে আসবেন।

সিলেট বিমান বন্দরে দলীয় নেতাকর্মীরা প্রবাসী নেতাকর্মীদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আসতে পারছি যার আনন্দের শেষ নেই। তবে সবচেয়ে বেশি আনন্দিত হব- যেদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়