শিরোনাম
◈ ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার হুঁশিয়ারি  ◈ নির্বাচনের সম্ভব্য সময় নিয়ে বিতর্ক, সন্দেহ-সংশয়ে রাজনীতিবিদরা ◈ ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন দু’জন ◈ দেশব্যাপী ব্ল্যাকআউট: ক্ষমা চেয়ে ৪ দফা দাবী তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তারা ◈ পরিবারসহ রাতের আঁধারে ভারতে যাওয়ার পথে ধরা পড়লেন তারা ◈ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার, বিজিবির বাধায় পণ্ড ◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস ◈ প্রায় ৯ ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি : মুজিবুল হক চুন্নু

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি দল ও জোটের সঙ্গে সংলাপ চলবে।

চতুর্থ দফার সংলাপেও ডাক পায়নি দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। আজকের সংলাপে ডাক পাওয়া সাতটি দল ও জোট হলো লিবারেল ডেমেক্রাটিক পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এনডিএম, লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য, সমাজতান্ত্রিক দল (আ-প্র), জাতীয় পার্টি (আন্দালিব)।

সংলাপে ডাক না পাওয়ার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফার সংলাপে আমাদের আমন্ত্রণ জানানো হলেও পরের সংলাপগুলোতে আর আমন্ত্রণ জানানো হয়নি। সংলাপে আমরা অনেক পরামর্শ দিয়েছি। সেখানে নির্বাচন কমিশন সংস্কার, গণতন্ত্র ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। এরপর আমাদের আর ডাকা হয়নি।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ মনে করেছেন, আমাদের পরামর্শ হয়তো আর দরকার নেই, এজন্য ডাকেনি। তবে এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।’

এর আগে গত ৫ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজ আরও সাতটি দলের সঙ্গে সংলাপ করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়