বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাস্তব ও কঠোর পদক্ষেপ নিন। মানুষকে আধপেটা রেখে কোনো কথাই গেলানো সম্ভব নয়। বছরের পর বছর ধরে মাফিয়া চক্রের তৈরি করা বাজার সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজটি হয়তো একটু কঠিন হলেও অসম্ভব নয়। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার হয়তো বাড়ানো যেতে পারে।’
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
এ সময় তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের নেতা-কর্মীরা সাধারণ মানুষের জায়গা, জমি, ফ্ল্যাট, দখল করে দুর্ভোগ বাড়িয়েছে। সেসব উদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে।
আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের বক্তব্যের গরমিল জনগণের মনে সন্দেহ তৈরি করেছে বলে উল্লেখ করেন তারেক। তিনি বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীল গণমুখী ভূমিকায় দেখতে চায়।
তারেক রহমান বলেন, ‘সরকারকে সতর্ক থাকা দরকার। ফ্যাসিস্ট আদর্শ লালনকারী কিংবা মাফিয়া সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে কোনো উদ্যোগেরই সুফল মিলবে না।’
আপনার মতামত লিখুন :