শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতার পোষ্ট ‘পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা, নানা মন্তব্য

মহসিন কবির : নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল নেতাকর্মীদের উজ্জীবিত করতে পলাতক থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোষ্টকে কেন্দ্র করে নানা জন নানা মন্তব্য করেছেন। 
 
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কোনো ছবি না দিয়ে শিমুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 'পথ পথিক সৃষ্টি করে না, পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা'। এ পর্যন্ত পোস্টটি ৮৭ টি শেয়ার ও পক্ষে-বিপক্ষে ৯৭৬ জন কমেন্টস করেছেন।

ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অনেকে কটাক্ষ করে সমালোচনা করেছেন। আবার অনেক নেতাকর্মী তার এমন পোস্টে উজ্জীবিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

কাউসার ইভান নামে একজন মন্তব্য করেন, 'দলটা শেষ করে এখন পথ দেখিয়ে লাভ নেই'। আবু তালিব নামে আরেকজন লিখেছেন, 'এ জনমে রাজনীতি করার আর সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না'। মো. ফজলে রাব্বী লেখেন, 'মানুষ খুন কেন করছিলেন ভাই.?  মানুষের ভোটের অধিকার কেন হরণ করেছিলেন?'।

চৌধুরী মারুফ খান নামে এক লিখেছেন, শুধু ধৈর্য্য ধরেন, অতি শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আর দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি কারিগরদের বিচার হবে অচিরেই..!!। মিন্টু শেখ নামে এক লিখেছেন, আঁধার কেটে যাবে, আলো আসবেই সময়ের অপেক্ষা মাএ।

সাবলু রহমান খান নামে এক লিখেছেন, দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ বেঁচে থাকলে।  সুমন নামে এক লিখেছেন, ভাই আপনার নাটোরের মানুষ ভালো নাই প্রতিটা পরিবার বিপদে আছে খুব কষ্টে জীবনযাপন করছে। রাহুল খান নামে এক লিখেছেন, ভবিষ্যৎ বিপ্লব হবে নতুন ভাবে দল হবে শক্তি শুধু সময়ের অপেক্ষা ভাই আমরা আছি আমরাই থাকবো ভাই ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়