শিরোনাম
◈ মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয়, অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ ◈ রাশিয়ায় কাজের প্রলোভনে নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের (ভিডিও) ◈ মেঘনা নদীর নৌ সীমানায় ডাকাতদলের গোলাগুলি, নিহত ২ ◈ অন্তর্বর্তী সরকারের আসন্ন দিনগুলোয় চ্যালেঞ্জ আরো বাড়বে ◈ আবারও বাড়লো ডলারের দাম ◈ বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড ◈ ওসিকে পেটানোর হুমকি, সন্ত্রাসী সাজ্জাদকে ধরিয়ে দিলেই পুরস্কার ◈ বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ কোনটি? জেনে নিন এমন ১০টি দেশ সম্পর্কে ◈ দেখা গেছে শাবান মাসের চাঁদ, আরব আমিরাতে রোজা হবে ৩০টি ◈ ‘যে ৪ শর্তে ফিরতে পারবে আ.লীগ’

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতার পোষ্ট ‘পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা, নানা মন্তব্য

মহসিন কবির : নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল নেতাকর্মীদের উজ্জীবিত করতে পলাতক থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোষ্টকে কেন্দ্র করে নানা জন নানা মন্তব্য করেছেন। 
 
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কোনো ছবি না দিয়ে শিমুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 'পথ পথিক সৃষ্টি করে না, পথিক পথ সৃষ্টি করে, শুধু সময়ের অপেক্ষা'। এ পর্যন্ত পোস্টটি ৮৭ টি শেয়ার ও পক্ষে-বিপক্ষে ৯৭৬ জন কমেন্টস করেছেন।

ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অনেকে কটাক্ষ করে সমালোচনা করেছেন। আবার অনেক নেতাকর্মী তার এমন পোস্টে উজ্জীবিত হয়েছেন বলেও মন্তব্য করেন।

কাউসার ইভান নামে একজন মন্তব্য করেন, 'দলটা শেষ করে এখন পথ দেখিয়ে লাভ নেই'। আবু তালিব নামে আরেকজন লিখেছেন, 'এ জনমে রাজনীতি করার আর সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না'। মো. ফজলে রাব্বী লেখেন, 'মানুষ খুন কেন করছিলেন ভাই.?  মানুষের ভোটের অধিকার কেন হরণ করেছিলেন?'।

চৌধুরী মারুফ খান নামে এক লিখেছেন, শুধু ধৈর্য্য ধরেন, অতি শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আর দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি কারিগরদের বিচার হবে অচিরেই..!!। মিন্টু শেখ নামে এক লিখেছেন, আঁধার কেটে যাবে, আলো আসবেই সময়ের অপেক্ষা মাএ।

সাবলু রহমান খান নামে এক লিখেছেন, দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ বেঁচে থাকলে।  সুমন নামে এক লিখেছেন, ভাই আপনার নাটোরের মানুষ ভালো নাই প্রতিটা পরিবার বিপদে আছে খুব কষ্টে জীবনযাপন করছে। রাহুল খান নামে এক লিখেছেন, ভবিষ্যৎ বিপ্লব হবে নতুন ভাবে দল হবে শক্তি শুধু সময়ের অপেক্ষা ভাই আমরা আছি আমরাই থাকবো ভাই ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়