শিরোনাম
◈ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত ◈ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ (ভিডিও) ◈ মুক্তিযোদ্ধার মানহানি : ‘তীব্র নিন্দা’ জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ সিরিয়ার ক্ষমত্যাচ্যুত প্রেসিডেন্ট আসাদ? ◈ দেশে দেশে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা ◈ অর্থ আত্মসাতের অভিযোগ: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মাইনাস টু ফর্মুলা’ চায় না বিএনপি : মির্জা ফখরুল

বিএনপি আবারও ওয়ান ইলেভেনের মতো ‘মাইনাস টু ফর্মুলা’ দেখতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে আজ শনিবার দুপুরে এ কথা জানান তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘‘বর্তমান সরকারকে সময় দিচ্ছি আমরা। ইউনূস সরকারকে বিএনপি সেই পর্যন্ত সময় দেবে, যতক্ষণ পর্যন্ত নিরেপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সময় লাগে। আবারও ‘মাইনাস টু ফর্মুলা’ দেখতে চায় না বিএনপি, চায় না মৌলবাদ, জঙ্গিবাদ।’’ 

বিএনপি মহাসচিব জানান, বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করেন না তাঁরা। মৌলবাদ নয়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় বিএনপি।

তিনি বলেন, ‘ছাত্র–জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন হবে। এই দেশের ছাত্র–জনতা ১৫ বছর ধরে ক্ষেত্র তৈরি করেছে।’

নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যে দেশে শিক্ষা একটা ভালো কাঠামোর মধ্যে থাকে না সে দেশে কিছুই হয় না। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘৭১–এর যুদ্ধ ভুলে যাওয়া সম্ভব নয়। যার প্রধান উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু সেই গণতন্ত্র বারবার ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র দুইবার ধ্বংস করেছে ৭১–এর পর ২০১২–এর পর।’ 

তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করা হয়েছে। আর দেশের মানুষ না খেয়ে ছিল। শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। চাকরির জন্য আওয়ামী লীগের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছে অনেকে। আমাদেরও ভালো হতে হবে। ছাত্র–জনতা প্রাণ দেওয়ার পর আপনারা দলে দলে বের হয়েছেন। আমরা বের হয়েছি।’ 

মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যা দিয়ে ভালো জাতি সম্ভব না। এখন পরিবর্তন করার সময়। শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে। যাঁরা জীবন দিল, তাঁদের প্রতি দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান আমূল পরিবর্তন করেছিলেন। খালেদা জিয়াও। খালেদা জিয়া খুবই অসুস্থ। দোয়া করবেন। বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তাঁর জন্য সমবেদনা।’  

মির্জা ফখরুল বলেন, ‘মৌলবাদ চাই না। লুটেরা এখনও প্রশাসনে আছে।দেদের দূর করতে হবে। যারা দুর্নীতি করে, তারা বিএনপির নয়। এরা দুর্বৃত্ত। দরকার হলে আবার রক্ত দেব।’ উৎস: ইনডিপেনডেন্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়