শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৭ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না : তারেক রহমান (ভিডিও)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে হবে। অর্থনীতি শক্তিশালী করতে হবে। বেকারত্ব দূর করতে হবে। এজন্য সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে আশা ছিল তা বাস্তবায়ন করতে হবে। 

আজ শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় ভাচ্যুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। 

তারেক রহমান বলেন, দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের তাঁত শিল্পের শাড়ি, লুঙ্গি সারা বিশ্বে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। 

বিএনপির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চুয়ালি বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম. এ মুহিত। 

সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই স্মরণ সভা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়