শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতার হওয়ার পরে যা বলেছিলেন ফারাজ করিমের বাবা (ভিডিও)

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরীর বাবা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

আটক হবার পর যমুনা টেলিভিশনের ক্যামেরায় কথা বলেন সাবেক এই এমপি। জানান, সীমান্ত পার করে দেয়ার কথা বলে এক ব্যক্তি তাকে ঢাকা থেকে আখাউড়া সীমান্তে নিয়ে আসে। সেখানে পাঞ্জাবি পরিহিত অপর এক ব্যক্তি তাকে রিসিভ করেন। আগের ব্যক্তির মতো দ্বিতীয়জনও তার অপরিচিত বলে উল্লেখ করেন ফজলে করিম চৌধুরী। এরপর সেই ব্যক্তির সাথে সীমান্ত বরাবর কিছুদুর এগিয়ে যাওয়ার পথেই বিজিবির হাতে আটক হন তিনি।

ফজলে করিম আরও জানান, সীমান্ত পার হতে কোন ধরণের আর্থিক লেনদেনে তার সম্পৃক্ততা ছিলো না। এসময় পালানোর কারণ জিজ্ঞাসা করলে জানান, হার্টের ব্লকসহ দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন তিনি। দেশের কোনো হাসপাতালে চিকিৎসা নেয়াটাও খুব একটা সহজ ছিলো না তার।

এছাড়া, পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় ইমিগ্রেশন এবং বৈধপথে বিদেশ যাত্রাও বন্ধ রয়েছে তার জন্য। বাধ্য হয়েই সীমান্ত অতিক্রম করছিলেন বলে জানান সাবেক এই এমপি।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ফজলে করিম চৌধুরী। এরপরের সবগুলো জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করেন। মোট ৫ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়