শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৫ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ

মাসুদ আলম : জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘অসমর্থ ও অসুস্থ ব্যক্তিকে সিআরপিসির ৪৯৭ ধারা অনুযায়ী পরিবারের জিম্মায় জামিন দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আনোয়ার হোসেন মঞ্জু একজন ৮২ বছর বয়স্ক ব্যক্তি, তিনি অসুস্থ। তাই জিজ্ঞাসাবাদ শেষে ধানমন্ডি থানার ওসি তাঁর মুচলেকা রেখে জামিনে ছেড়ে দিয়েছে। প্রয়োজন হলে তাঁকে আবার ডাকা হবে।’ 

এর আগে বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে বলে জানানো হয়। 

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত জানুয়ারির নির্বাচনে তিনি জিততে পারেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়