শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ০১:২৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা যাতে আগ্রাসনের শিকার না হই সেজন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব : মেজর হাফিজ উদ্দিন 

শাহানুজ্জামান টিটু: বিএনপির স্থায়ী কমিটির এই যসদস্য বলেন,  এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগনের নির্বাচন কমিশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে। 

বিএনপি'র নেতা বলেন, নির্বাচন দিন প্রধান নির্বাচন কমিশন ঘুমায়, তিনি বলেছেন যে, দুপুর বেলা দেখলাম যে, চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচনে যখন একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি ৫৫ শতাংশ হয়ে গেছে। যেদেশে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায় তাহলে এদেশে কিভাবে গণতন্ত্র আসবে? যদি গণতন্ত্র উত্তরণ করতে চান তাহলে এই বশংবদ কমিশন বিলুপ্ত করুন।

তিনি বলেন,  আমরা গণতন্ত্র চাই। আমরা প্রতিবেশি দেশের শাসন চাই না, আমরা অন্য কোনো শক্তিরও শাসন চাই না। আমরা জনগনের শাসন চাই।

জনগন এদেশের মালিক। যারা সরকারি অর্থে বেতন পান তারা প্রত্যেকে মনে রাখবেন সাধারণ জনগণের অধিকার যেন কেউ ক্ষুন্ন করতে না পারে। প্রধান উপদেষ্টাকে বলব, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান।

সিটিজেন আর্মি গড়া প্রসঙ্গে হাফিজ বলেন, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগন বিএনপিকে দায়িত্ব দেয় আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী দেশ যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে আগ্রাসনের শিকার না হই সেজন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব।

ছাত্ররা বছরে দুই মাস ব্যাসিক সামরিক ট্রেনিং নিয়ে তারপর আবার ছুটি শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা শুরু করবে।” 

মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ মৎস্যজীবী দলের নেতারা বক্তব্য রাখেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সংগঠনটির প্রয়াত আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে এই আলোচনা সভা হয়। আলোচনা সভার পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়