শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি'র সাথে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক 

শাহানুজ্জামান টিটু: শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনারসৈয়দ আহমদ মারুফ। পৌনে এক ঘন্টাব্যাপী বৈঠকে দুই দেশের দ্বি-পাক্ষিক ও দক্ষিন এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয়দি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক পরবর্তী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সাক্ষাতে দ্বি-পাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বানিজ্য, অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা আলোচনায় উঠে এসেছে।

তিনি বলেন, অবশ্যই দুই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে, পারস্পরিক সস্পর্ক রেখে, পারস্পরিক শ্রদ্ধারোধ রেখে একে অপরের মধ্যকার সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যাওয় যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

আমির খসরু বলেন, মূলত ব্যবসা-বানিজ্যের ভিত্তি হচ্ছে কম্পারেটিভ এডভানটেইজের ভিত্তিত্তে। সুতরাং কম্পারেটিভ এডভানটেইজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশের অনেকদিন  অনুপস্থিত ছিলো।

তিনি বলেন, এখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা-বানিজ্য ছিলো, পৃষ্টপোষকতার অর্থনীতি ছিলো যার কারণে কিছু মানুষ লাভবান হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড ছিলো না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে এবং লেভেল প্লেয়িং ফিল্ডে কম্পারেটিভ এডভানটেইজের ভিত্তিতে তাদের যেখানে এডভারনটেইজ আছে সেখানে আমরা্ একে অপরের সাথে সহযোগিতা করব দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করব।”

দক্ষিণ এশীয় সহযোগিতা জোরদার করা প্রসঙ্গে

আমীর খসরু বলেন,  দক্ষিণ এশীয় রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইনটিগ্রেটিভ। সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতা হয় ।‌ আমরা সবাই পিছিয়ে আছি এক্ষেত্রে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো? এই দক্ষিন এশিয়া অঞ্চলে যে ইনটিগ্রেশনটা দরকার শুধু মাত্র অর্থনীতি নয়, সব দিক থেকে একটা ইনটিগ্রেশন দরকার ।‌ এটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, বিএনপির যে পররাষ্ট্র নীতি সকলের সাথে বন্ধুত্ব সেই ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই।  দুই দেশের মধ্যে সুসম্পর্কসহ সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিলো আমরা মনে করি, লেভেল প্লেয়িং ঠিক রেখে দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়