শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ১২:১০ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে : তারেক রহমান

আনিস তপন : দেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘পুরো বাংলাদেশটাকে গত ১৫ বছর বন্দী করে রেখেছিল। মানুষকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। মুক্ত, স্বাধীন, প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন।’

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধ আর ২০২৪-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো- শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতাপ্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রিয় বাংলাদেশের যত মানুষের সঙ্গে আমি কথা বলেছি প্রতিটি মানুষের অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল, ‘‘বাংলাদেশ স্বাধীন। স্বাধীন বাংলাদেশ থেকে বললি’’।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে চোখে, মুখে, বুকে গুলি আলিঙ্গন করা আবু সাঈদ, মুগ্ধের মতো হাজারো ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী প্রাণ বিসর্জন দিয়েছেন। আহত হয়েছেস অসংখ্য মানুষ। এর ভেতরে ছাত্র-ছাত্রী রয়েছে, এর ভেতরে রয়েছেন সাধারণ মানুষ, এর মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। গণতন্ত্রের বিজয়ের এই মানুষরা স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র-জনতার এই বিপ্লবে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন (৫ আগস্ট) শামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিককর্মী, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। বায়ান্ন, একাত্তর কিংবা নব্বইয়ের মতো দেশের ছাত্রসমাজ দেশের বিজয়ের আরেকটি খবর, ইতিহাস রচনা করেছেন। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়।’

তারেক রহমান বলেন, ‘আমি বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র এরই ভেতরে আবার শুরু হয়ে গেছে। দেশেকে গণতন্ত্রের উত্তরণে চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে।’

তিনি বলেন, ‘প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির সারাদেশের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন, শান্তি স্থাপনে আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের ভূ-খণ্ডে বসবাসকারী মানুষের একটিই পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশি।’

তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আরেকটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষ করে কথা বলতে চাই। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য, পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিকদলগুলোর প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ কর্মকর্তা ও সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন-কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।’

তারেক রহমান বলেন, ‘হাসিনা পালানোর পরে একটি চক্র খুব সুকৌশলে পুলিশের মনোবল ভেঙে দেওয়া ষড়যন্তে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করাসহ ধর্মীয় সংখ্যালঘুদের মনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করা যাবে।’

তিনি বলেন, ‘অস্থিতিশীল সৃষ্টিকারীদের আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ নিয়মে অভিযোগ করুন।’

তারেক বলেন, ‘দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধপরায়ন হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে কেউ দয়া করে ‍তুলে নেবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়